বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বন্যার পানিতে সয়লাব বিশ্বের বিভিন্ন অঞ্চল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

বন্যার পানিতে এখনও তলিয়ে আছে বিশ্বের কয়েকটি দেশ। এর মধ্যে, ভারতের গুজরাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দি রয়েছেন স্থানীয় অনেক মানুষ। যুক্তরাজ্যের ডার্বিশায়ারের সড়ক এখনও ডুবে আছে পানিতে। এদিকে, ফিলিপিন্সের ম্যানিলায় মৌসুমি বৃষ্টিতে দেখা দিয়েছে পানিবদ্ধতা। ভারতে বন্যার পানিতে ভেসে সড়কে কুমির চলে আসার এই দৃশ্য গুজরাটের ভাদোদারা শহরের। অব্যাহত বন্যা পরিস্থিতিতে অসহায় জীবন যাপন করছেন সেখানকার বাসিন্দারা। ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর মধ্যে, সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে সেখানে। দুর্গত এলাকা থেকে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে উদ্ধার করে কর্তৃপক্ষ নিরাপদে সরিয়ে নিলেও এখনও দুর্ভোগ পোহাচ্ছেন বহু মানুষ। বন্যায় ভুক্তভোগী একজন বলেন, পানিতে ডুবে আছে পুরো এলাকা। দুইদিন থেকে রান্নার কোনো উপায়ই নেই। দোকানপাটও বন্ধ। রীতিমতো অনাহারে দিন কাটাচ্ছি আমরা। আরেকজন বলেন, খুব কষ্ট করে ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানটা দিয়েছিলাম। সব মালামাল নষ্ট হয়ে গেলো। এমন দুর্দিন আসবে কখনও ভাবিনি। ফিলিপিন্সের ম্যানিলায় টানা দুইদিনের তীব্র বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি, স্কুল ভবন আর সরকারি কার্যালয়। এতে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো। এছাড়া ওই এলাকার সব বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে তীব্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যুক্তরাজ্যের ডার্বিশায়ার ও এর আশপাশের এলাকায়। এখন পর্যন্ত সেখানে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রবল বৃষ্টিতে বাঁধ ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়ায় তা ঠেকাতে শুক্রবার হেলিকপ্টারে করে বহু বালুর বস্তা ফেলা হয়। চলমান দুর্যোগ ঠেকাতে জরুরি বিভাগের কর্মীদের পাশাপাশি কাজ করছে ব্রিটিশ সেনাবাহিনীও। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন