বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে গাইলেন আসিফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

প্রখ্যাত সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে গান গাইতে পেরে দারুণ উচ্ছ¡সিত আসিফ। বাবা-ছেলের স¤পর্ক নিয়ে ‘কথোপকথন শিরোনামে একটি গানে কণ্ঠ দেবেন তারা। এ নিয়ে আসিফ তার উচ্ছ¡াস প্রকাশ করেছেন তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে। তিনি লিখেছেন, প্রতিটা মানুষের মনেই স্বপ্ন থাকে। সেই স্বপ্ন কখনো পূরন হয়, কখনো হয় না। ছোটবেলা থেকেই যে বলিষ্ঠ মায়াবী কন্ঠটির ভক্ত আমি, তার সঙ্গে গান গাইবার সুযোগ এসেছে। তিনিও ইচ্ছে পোষণ করেছেন একসঙ্গে গাইবার। আমি যত স্বপ্নই দেখি না কেন গায়ক হবো স্বপ্নেও ভাবিনি, অথচ ভাগ্য আমাকে এখানে নিয়ে এলো। এই ভাগ্যের জোরে দেশের শিল্পজগতে আমার একটা অবস্থানও হয়ে গেলো। যাদের শুধু কণ্ঠ শুনেই পাগলপারা থাকতাম, তাদের সঙ্গে গান গাওয়ার সুযোগ পাওয়াটা নিঃসন্দেহে ডাবল বোনাস। বলছি, আমার আইডল জীবন্ত কিংবদন্তী সৈয়দ আবদুল হাদী ভাইর কথা। তিনি আমাকে ¯েœহ করেন ছোট ভাইয়ের মত। উল্লেখ্য, গানটি লিখেছেন গীতিকবি সুহৃদ সুফিয়ান। সুর-সঙ্গীতায়োজনে গায়ক-সঙ্গীত পরিচালক কিশোর দাস। আসিফ বলেন, ১১ আগস্ট হাদী ভাই দেশের বাইরে যাবেন। তার আগেই তিনি গানটিতে কণ্ঠ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি গাওয়ার পরেই গানটিতে আমি কণ্ঠ দেব। প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টর ইউটিউব চ্যানেলে স্টুডিও ভার্সন ভিডিওতে প্রকাশিত হবে গানটি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন