বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশ-ভারত ফাইনাল

অ-১৯ ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ইংল্যান্ডে চলছে বাংলাদেশ ভারত এবং স্বাগতিক ইংলিশদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ দল ১ আগস্ট ইংল্যান্ডকে বৃষ্টি আইনে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আগেই। গত শনিবার ফাইনাল নিশ্চিত করলো ভারতীয় দল।

চেমসফোর্ডে টস জিতে আগে ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক। আগে ব্যাট করে ২০৪ রানে অল আউট হয় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেটের জয় পায় ভারতীয় যুবারা। আর টাইগার যুবাদের সমান ছয় ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নির্ধারণ করে ভারতীয়রা। আর এতেই নিশ্চিত ফাইনালের টিকিট।

যুবাদের ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে আরও দুইটি ম্যাচ খেলবে টাইগাররা। স্বাগতিক ইংলিশদের বিপক্ষে ৫ আগস্ট এই সিরিজে চতুর্থবারের মতো মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের তিনবার মুখোমুখি দেখায় প্রত্যেকবারই জিতেছে টাইগাররা। আর ফাইনাল নিশ্চিত করা ভারতের সাথে চতুর্থবারের মতো মুখোমুখি হবে ৭ আগস্ট। সিরিজের এই দুই দলের তিনবারের দেখায় একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আর বাকি দুইটি ম্যাচ জিতেছে ভারত। একটি ম্যাচ ৩৫ রানের ব্যবধানে আর সবশেষ ম্যাচটি মাত্র ২ রানের ব্যবধানে জেতে ভারতীয় যুবারা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন