মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আটক ট্রাকচালক দুই দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মা মারিয়া গির্জার পশ্চিম পাশে সুনীল দানিয়েল গমেজ (৬০) নামে এক খ্রিষ্টান মুদি দোকানিকে তার দোকানে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক নিহতের বাড়ির ভাড়াটিয়া ট্রাক ড্রাইভার আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩০)-এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নাটোরের গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হাই সাত দিনের রিমান্ড আবেদন করে সোমবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। মঙ্গলবার আদালতের বিচারক শামসুল আল আমিন শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আটক ট্রাকচালক আব্দুল্লাহ আল মামুন সবুজ জেলার লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এদিকে ঘটনার পর মামলা তদন্তে নাটোরের গোয়েন্দা পুলিশকে সহযোগিতার জন্য সোমবারই ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের (এসবি) দুই সদস্যের একটি টিম নাটোরে এসে পৌঁছেছে। মামলার তদন্ত চললেও এখন পর্যন্ত তদন্ত কর্মকর্তাদের হাতে সুনিদিষ্ট কোনো তথ্য আসেনি বলে জানা গেছে। এর আগে রোববার দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মা মারিয়া গির্জার পশ্চিম পাশে সুনীল দানিয়েল গমেজ (৬০) নামে এক খ্রিষ্টান মুদি দোকানিকে কে বা কারা তার দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পথচারীরা দোকানের দরজার ওপর তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা প্রশাসন ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। বিকেলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস তাদের ওয়েবসাইটে এই হত্যার দায় স্বীকার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন