শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জয়পুরহাটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১:২১ পিএম

জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা শারমিন আকতার শাপলা (৩২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। 

সোমবার ভোরে  ঢাকা সোহরাওয়াদর্ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত শাপলা একই এলাকার মৃত আব্দুস সালামের মেয়ে এবং আক্কেলপুর উপজেলার ননুজ গ্রামের বাসিন্দা ও ঢাকা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আবহাওয়াবিদ নাজমুল হকের স্ত্রী। 

মৃত শাপলার ভাই জহুরুল ইসলাম  জানান, ঢাকা থেকে শাপলা মঙ্গললবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়পুরহাটে  তার বাসায় আসে ।  শুক্রবার দুপুর থেকেই শাপলার জ্বর শুরু হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ৭ মাসের গর্ভবতর্ী  থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার রাতে তাকে ঢাকা সোহরাওয়াদর্ী হাসপাতালে পাঠায়। সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এ পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন