বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুরুষ রক্ষায় আইন প্রণয়নের প্রস্তাব মালয়েশিয়ার এমপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের এক এমপি ধর্ষণ, শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের জন্য নারীদের পোশাক ও তাদের আচরণকে দায়ী করেছেন। গত সপ্তাহে ইমরান আবদ হামিদ নামের ওই এমপি নারীদের ‘প্রলোভনের’ হাত থেকে পুরুষদের রক্ষা করতে আইন প্রণয়নের প্রস্তাবও রেখেছেন। মালয়েশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষ দেওয়ান নেগারাতে হামিদ বলেছেন, ‘আমি মনে করি নারীদের পোশাক, কথাবার্তা, চালচলন পুরুষদের ধর্ষণের মতো কাজ করাতে বাধ্য করে। এমনকি নারীরাই পুরুষদের পর্নোগ্রাফি দেখতে প্ররোচিত করেন। তাই এ সবের হাত থেকে পুরুষদের বাঁচানো জরুরি।’ হামিদ বলেছেন, তার এই প্রস্তাব পাশ করানো উচিৎ,‘যাতে দেশের পুরুষরা নিরাপদে থাকে এবং দেশ শান্তিপূর্ণ হয়।’ হামিদের এই প্রস্তাবকে সমর্থন করেছেন মালয়েশিয়ার প্রধান বিরোধী দলের নেতা ও সিনেটের ডেপুটি প্রেসিডেন্ট আবদুল হালিম আবদুল সামাদ। তিনি একে ‘ভালো দৃষ্টিভঙ্গি’ বলে মন্তব্য করেছেন। এদিকে ক্ষমতাসীন জোটের শীর্ষ নেতা আনোয়ার ইব্রাহিমসহ রাজনীতিবিদ ও মানবাধিকার সংগঠনগুলো হামিদের এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন। সমালোচনার মুখে অবশ্য হামিদ তার এই প্রস্তাবের জন্য ক্ষমাও চেয়েছেন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন