শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে ভারতীয় হাই কমিশনারকে তলব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:৪২ পিএম

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়াকে তলব করে পাকিস্তান। এ সময় তার কাছে পাকিস্তানের কড়া প্রতিবাদ জানানো হয়। ভারতের অনলাইন জি নিউজ বলছে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার বিষয়ে কড়া প্রতিবাদ জানায় পাকিস্তান।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সোহেল মাহমুদ ভারতীয় হাই কমিশনারকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওদিকে ভারতের উদ্যোগকে অবৈধ আখ্যা দিয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। এতে জম্মু ও কাশ্মীরে জাতিসংঘের ফ্যাক্ট চেকিং মিশনের মাধ্যমে পরিস্থিতি অবলোকনের আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানের অনলাইন এক্সপ্রেস ট্রিবিউনের মতে, জম্মু ও কাশ্মীর পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুঁতেরার কাছে লিখিতভাবে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহমুদ কুরেশি। ওদিকে ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা সব রকম ব্যবস্থা নেবে পাকিস্তান- সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়ে দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন