বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চার দিনে আক্রান্তের সংখ্যা ৭, একজনের মৃত্যু

শরণখোলায় আরো ৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত

শরণখোলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ২:৪১ পিএম

বাগেরহাটের শরণখোলায় আরো চার জনের শরীরে ডেঙ্গু সনাক্ত করা হয়েছে। গত চার দিনে এ নিয়ে উপজেলায় ডেঙ্গু জ্বরে সাত জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক খাদিজা নামে গৃহবধুর মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করে চার জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এরা হলেন, উপজেলার তাফালবাড়ি এলাকার গাউসুল হক ফরাজীর স্ত্রী মমতাজ বেগম (৫০), রাজৈর গ্রামের সবুর আকন (৬০), সোনাতলা গ্রামের মোহাম্মদ (০৪) ও নলবুনিয়া গ্রামের সাদিয়া বেগম (৫৫)। এর মধ্যে মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অপর তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, এর পূর্বে গত চার দিনে ডেঙ্গু সনাক্তকৃত তিনজনের মধ্যে খাদিজা বেগম নামে এ গৃহবধু খুলনার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন