মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সউদীতে ইফতারের আগে সড়ক দুর্ঘটনায় ১৫ প্রবাসী নিহত

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
সউদী আরবে প্রথম রোজার ইফতারের কিছুক্ষণ আগে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে দেশটির রিয়াদ ও কাশিম হাইওয়ের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন।
সউদী রেড ক্রিসেন্টের বরাত দিয়ে সউদী আরবের জাতীয় দৈনিক সউদী গ্যাজেট এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। রেড ক্রিসেন্টের মুখপাত্র আব্দুল্লাহ আল- মোরাইবেধ বলেন, দুর্ঘটনার পরে বাসে আগুন ধরে যায়। পরে দুটি হেলিকপ্টারে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি রেড ক্রিসেন্টের ওই কর্মকর্তা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সউদী আরবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে।
এদিকে, সউদী আরবের আরেক জাতীয় দৈনিক আরব নিউজ এক প্রতিবেদনে বলছে, সোমবার সন্ধ্যায় ইফতারির আগে ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের সবাই প্রবাসী। এতে ৩৫ জন আহত হয়েছে বলে আরব নিউজ জানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন