শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গৃহবধূ গণধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবি

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যর বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবিতে খুলনায় মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার খুলনার পিকচার প্যালেস মোড়ে নাগরিক সংগঠন জন উদ্যোগ খুলনা এ মানববন্ধনের আয়োজন করে। জন উদ্যোগ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন জন উদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মো. খালিদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা মহানগর কমিটির সভাপতি এইচএম শাহাদাৎ, নারী নেত্রী এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, সিলভী হারুণ, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমÐলীর সদস্য কমরেড মফিদুল ইসলাম, সিপিবির জেলা কমিটির নেতা মিজানুর রহমান বাবু, ন্যাপ নেতা তপন রায়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ উদ্দিন, সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বাবলু, কণিকা বিশ্বাসসহ বিভিন্ন স্বেচ্ছসেবী ও নাগরিক সংগঠনের নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন