বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাচোলে ৪ ইভটিজারের ১ মাসের কারাদণ্ড

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ২:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইভটিজিং এর দায়ে ৪ ইভটিজারকে ভ্রাম্যমাণ আদালত ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। গতকাল সকাল ১০টার দিকে নাচোল সরকারি কলেজ চলাকালীন সময়ে বহিরাগত ৪ জন যুবক একাদশ শ্রেণীর ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে নারী শিক্ষার্থীদেরকে উত্ত্যক্ত করলে কলেজ কর্তৃপক্ষ নাচোল থানা পুলিশকে অবহিত করে। পুলিশ তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তারা নিজেদের দোষ স্বীকার করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিতরা হচ্ছে নাচোল পাইলট স্কুলপাড়ার কালামের ছেলে ইমন (১৯) ও আনোয়ারের ছেলে হৃদয় (১৮), নাচোল মধ্যবাজার মহল্লার মৃত ইসমাইলের ছেলে আব্দুল আজিজ (২১) ও রাজশাহী বোয়ালিয়া থানার হেতেমখা মহল্লার রইস উদ্দিনের ছেলে মইনুল ইসলাম (১৯)। নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ে আহাম্মদ জানান, দন্ডিতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন