বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাবি’র ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ৬:০৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উক্ত কার্যক্রম উদ্বোধন করেন। এই কার্যক্রম আগামী ০৭ সেপ্টেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চালু থাকবে।


অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থীর সুবিধার্থে বিগত চার বছর যাবত অনলাইনে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে আসছি। এতে শিক্ষার্থীরা সহজে ও দ্রæত আবেদন করতে পারে। আই ্আই টি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরিচালনা করায় উপাচার্য আই আই টি পরিবারকে ধন্যবাদ জানান এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, ভর্তি কমিটির সদস্যগণ, আই আই টি’র পরিচালক ও ছাত্র-শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন