শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গভীর সমুদ্রে ডুবেছে ক্লিংকারবাহী ২ জাহাজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ৮:৪২ পিএম

উত্তাল সাগরে সিমেন্টের ক্লিংকারবাহী দুটি লাইটার জাহাজ ডুবে গেছে। বুধবার দুপুরে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ঠেঙ্গারচরে এ জাহাজডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিক জাহাজের ক্রুদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দুর্জয়, শৈবাল, সুরভী ও সোয়াডস উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. সেলিম বলেন, বৈরী আবহাওয়ায় আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ ডুবে যায়। কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই হয়ে জাহাজদুটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল। তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে সাগর উত্তাল থাকায় প্রচন্ড ঢেউয়ে একটি জাহাজের তলা পেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙ্গে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গার চর এলাকায় ডুবে যায়।

জাহাজ দুটির প্রতিটিতে ১২ জন করে ক্রু থাকে জানিয়ে তিনি বলেন, এমভি-টিটু-১৮ এর সকল ক্রুকে উদ্ধার করা হয়েছে। অপর জাহাজের ক্রুদের উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রানা ৮ আগস্ট, ২০১৯, ১:৫২ এএম says : 0
জাহাটি কতায় থেকেএসে ছিল
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন