শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হামলার আশঙ্কায় ভারতের ৭ রাজ্যে কঠোর নিরাপত্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ২:৫২ পিএম

বিতর্কিত ৩৭০ ধারা বাতিলের পর ভারতে নতুন করে পুলওয়ামার স্টাইলে ভয়াবহ হামলার ছক কষছে জইশ-ই-মহম্মদ। কাশ্মীর ও ৭টি রাজ্যে বিরাট হামলার চেষ্টা চালাচ্ছে তারা। গোয়েন্দাদের কাছে এমন খবর আসার পরই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই হামলায় সন্ত্রাসবাদীদের সহযোগিতা করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। খবর এই সময়ের।

ভারতীয় গণমাধ্যম বলছে, পুলিশ, সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মীদের উপর ফেব্রুয়ারি মাসের পুলওয়ামার স্টাইলে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। এই খবর পাওয়ার পরই দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে আকাশপথে হামলার আশঙ্কায় ইতোমধ্যেই দেশের সব বিমানবন্দরে কড়া সতর্কতা জারি করেছে সরকার। ১০ থেকে ২০ আগস্ট ভিজিটরদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৈঠক টিকিটসহ শুধুমাত্র যাত্রীদেরই বিমানবন্দরের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন