বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাটের কি দোষ?

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

নওগাঁর বদলগাছী উপজেলার শুকনাগোপালপুর গ্রামে গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এক কৃষকের পাটে আগুন দিয়েছে। আগুনে ঔ কৃষকের অন্তত লাখ টাকার পাটের ক্ষতি হয়েছে। এ ঘটনায় বদলগাছী থানার এসআই শাহিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, আবেদ আলী সরদারের ছেলে কৃষক খাজামুদ্দিন (৫২) শুকনো পাট তার বাড়ির এক পার্শে¦ খোলা বারান্দায় খামাল করে রাখে। বুধবার রাতে কে বা কাহারা তার বারান্দার রক্ষিত পাটের খামালে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় পাটে লাগানো আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।
মুর্হুতেই ওই কৃষকের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে পাটের আগুন নিয়ন্ত্রণে নেয়। পোড়া পাট গুলো তিনি আর বাজারে বিক্রয় করতে পারবেন না বলে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, পাট বিক্রয়কালে এর ক্রেতারা পাট নাকে দিয়ে গন্ধ নেয়। পোড়া গন্ধ পেলে তারা আর পাট ক্রয় করে না। ফলে তার ৫০ মণ পাট ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ নিয়ে বদলগাছী থানা পুলিশ ইনচার্জ জালাল উদ্দিনের সাথে কথা বলা হলে তিনি জানান, ঘটনার পরপরই আমি একজন অফিসার পাঠিয়েছি।
অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন