মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ২:৪১ পিএম

জুলাই মাসের পুরো বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তিনসড়ক এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ, কারখানায় ভাঙচুর এবং সড়ক অবরোধ করেছে।

শ্রমিক ও স্থানীয়রা জানায়, জুলাই মাসের পুরো বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার দরজা-জানালার কাঁচ, আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে তারা পাশ্ববর্তী ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধের সৃষ্টি করে। এতে সড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সংবাদ লেখার সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিল।

কারখানার অপারেটর রাবেয়া জানান, শ্রমিকদের জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বোনাস ও জুলাই মাসের পুরো বেতন না দিয়ে অর্ধেক বেতন পরিশোধ শুরু করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন