মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, তাই তার জন্য সড়ক আটকে দিয়েছিল পুলিশ; কিন্তু মমতা নিজেই গাড়ি থেকে নেমে পুলিশকে বললেন, আগে সাধারণ মানুষকে যেতে দিন, তিনি যাবেন তার পরে। চলাচলের পথে পুলিশি নিরাপত্তায় ‘বাড়াবাড়ি’ দেখে কলকাতায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের খবর এসেছে আনন্দবাজার পত্রিকায়। মমতা বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাই থেকে ফেরার পর বিমানবন্দর থেকে কলকাতা শহরে ঢোকার সময় তার চলাচল নির্বিঘ্ন করতে কয়েকটি পথ আটকে দিয়েছিল পুলিশ। প্রথমে তেঘরিয়া মোড়ের কাছে মমতার নজরে পড়ে, সার্ভিস রোডে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তিনি তখনই গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করেন, তিনি যাচ্ছেন বলেই কি রাস্তা বন্ধ করে গাড়ি দাঁড় করানো হয়েছে? ‘হ্যাঁ’ শুনে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন, আগে সাধারণ মানুষ যাবে, পরে ভিআইপি। তিনি বলেন, “প্রয়োজনে আমি দাঁড়াব। আমার জন্য সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হলে আমি মানব না।” এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন