বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নরসিংদীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

কাশ্মীরে আগ্রাসনের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

কাশ্মীরে ভারতীয় আগ্রাসন চলছে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার কাশ্মীরের ওপর জুলুম অত্যাচার চালাচ্ছে। কাশ্মীরের মুসলমানদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। গত ৪ আগস্ট থেকে দেশটির মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সারা দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শত শত নেতৃবৃন্দকে আটক করা হয়েছে। এরই প্রতিবাদে গতকাল নরসিংদীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাদ আসর বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারীর নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলস্টেশনে এস শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বারী। এতে বক্তব্য রাখেন এ সংগঠনের সেক্রেটারি আশরাফ হোসেন ভ‚ইয়া, মাস্টার বজলুল হক, আরিফ বিন মেহের উদ্দিন, ডা. ইদ্রিস আলী, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আলমগীর হুসাইন ভ‚ইয়া, শ্রমিক নেতা মাসুদুর রহমান, প্রচার সম্পাদক এইচ এম হাবিব, রাকিবুল হাসান, ছাত্রনেতা মেহেদী হাসান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন