শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝিনাইদহ উপজেলা চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ স্থগিত

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলীমের সাময়িক বরখাস্থের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আব্দুল আলীমকে বরখাস্থের আদেশ কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব ও উপ-সচিব, নির্বাচন কমিশন(ইসি), খুলনা বিভাগীয় কমিশনার, ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.মোখলেছুর রহমান। আদেশের পরে নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, নাশকতার এক মামলায় চার্জশীট গৃহীত হওয়ায় গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আব্দুল আলীমকে সাময়িক বরখাস্থ করা হয়। এ প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ জুন হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি। গতকাল রিট আবেদনের শুনানি নিয়ে প্রজ্ঞাপনের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন