মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নরওয়ের রাজধানী অসলোয় মসজিদে বন্দুকধারীর হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৯, ৩:৪৯ পিএম

নরওয়ের রাজধানী অসলোয় এক মসজিদে শনিবার এক বন্দুকধারীর হামলায় একজন আহত হন। রবিবার স্থানীয় এক হোটেলে ঘটনাটি নিয়ে এক বিশেষ অনুষ্ঠান হয় যাতে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী এরমা সোলবার্গ।

নরওয়ের রাজধানী অসলোয় এক মসজিদে শনিবার এক বন্দুকধারীর হামলায় একজন আহত হন। রবিবার স্থানীয় এক হোটেলে ঘটনাটি নিয়ে এক বিশেষ অনুষ্ঠান হয় যাতে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী এরমা সোলবার্গ।

হামলার ঘটনাটি বর্ণবাদী ঘটনা হিসাবে তদন্ত করবে নরওয়ে পুলিশ। পুলিশের মতে বন্দুকধারী ২০ বছর বয়সী নরওয়ের নাগরিক। সে নূর ইসলামিক মসজিদ নামের ঐ মসজিদের কাছেই বসবাস করতো। বিস্তারিত আর কিছু বলা হয়নি।

সন্দেহভাজনের বাড়ীর পাশে শনিবার এক যুবতীর মৃতদেহ পাওয়া যায়। শনিবার ৭৫ বছর বয়সী এক লোক মসজিদে বসে কোরান পড়ার সময় বন্দুকধারী গুলী চালায়।

মসজিদের প্রধান ইরফান মুশতাক গুলির ঘটনার কিছুক্ষন পর মসজিদে ঢোকেন। তিনি বলেন তিনি মসজিদের মেঝেতে এলোপাথাড়ি কার্তুজ এবং কার্পেটে রক্ত দেখেন। বলেন আমি দেখি হামলাকারীর ওপর চেপে বসে আছে মসজিদের সদস্যরা।

কিভাবে একজন বয়স্ক লোক ঐ যুবককে কাবু করলো সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি পুলিশ।

সূত্র : ভিওএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন