শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈদের তৃতীয় দিনেও ট্রেনের সিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৯, ১০:৫৭ এএম

আজ বুধবার, ঈদের তৃতীয় দিন। কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের আগের সেই দৃশ্য। হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন গন্তব্যে যাওয়ার জন্য। কিন্তু ট্রেনে দেখা নেই। সেই পুরনো কথা, ট্রেনের সিডিউল বিপর্যয়। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে সকাল ছয়টায় ছেড়ে যাওয়ার কথা আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনের খবর নেই। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার পর রেলের শিডিউলে দেখা যায় ঢাকা থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর স্টেশন ছেড়ে যাবে।এটি নির্দিষ্ট কোনো সময় নয় সম্ভাব্য সময়। একই অবস্থা ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের। ট্রেন কি কমলাপুর থেকে সকাল ৬ টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা দেরিতে এই ট্রেনটি ছেড়ে যাবে বলে ট্রেনের শিডিউলে ঝুলে দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Habib Ahsan ১৪ আগস্ট, ২০১৯, ১১:১৯ এএম says : 0
railway akhon vogantir arek nam
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন