শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝিনাইদহে ১৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ২৭

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৯, ২:৪১ পিএম

ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ১৪২। বুধবার (১৪ আগষ্ট) দুপুর পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছে ৯ জন। এই নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে ২৭ জন্য। ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১০৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলী এই তথ্য জানান। হাসপাতালের পরিসংখ্যানবিদন আব্দুল কাদের জানান, সারা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা সরকারী হিসেবের চেয়ে অনেক বেশি হবে। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে শিশু, পুলিশ, প্রকৌশলী, ব্যাবসায়ী ও সদর হাসপাতালের প্রধান সহকারী মসিউর রহমান রয়েছেন। হাসপাতাল সুত্রে জানা গেছে গত ৬ জুলাই প্রথম ডেঙ্গু রোগী সনাক্ত হওয়ার পর এই ৩৮ দিনে গড়ে প্রতিদিন ৩.৭৩ জন করে ডেঙ্গু রোগে আক্রন্ত হচ্ছেন। তবে মৃত্যুর কোন রেকর্ড নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন