শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ছাগলের গায়ে লেখা আল্লাহর নাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ঈদুল আজহা এগিয়ে আসলেই ধুম পড়ে কোরবানির পশু কেনাবেচার। এবার ভারতের উত্তর প্রদেশে একটি ছাগল বিক্রি হয়েছে ৮ লাখ টাকায়। ছাগলটির বিশেষত্ব হলো-তার গায়ে ‘আল্লাহ’র নাম লেখা ছিল। সালমান নামের এক ব্যক্তি ছাগলটি কিনেছেন। ছাগলের মালিক উত্তর প্রদেশের গোরক্ষপুরের পশু ব্যবসায়ী মুহম্মদ নিজামুদ্দিন বলেন, “ছাগলটির শরীরে জন্ম থেকেই প্রাকৃতিকভাবে উর্দুতে ‘আল্লাহ’ লেখা ছিল। ছাগলটিকে ঈশ্বর ‘দূত’ হিসেবে পাঠিয়েছে। তাই ওর শরীরে থাকা লোমে ‘আল্লাহ’ শব্দটি লেখা আছে। ওকে কোরবানি বা উৎসর্গ করলে ক্রেতার মনস্কামনা পূরণ হতে পারে। তাই দাম বেড়েছে।” ছবিতে দেখা যাচ্ছে, সাদা ও কালো রঙের সংমিশ্রণে ছাগলটির বাম রানের ওপরে কালো রঙে অনেকটা ‘আল্লাহ’ লেখার ছাপ। ‘আল্লাহ’ শব্দের আলিফ ও লাম অক্ষর হুবহু মিলে যাচ্ছে। তবে ‘আল্লাহ’ শব্দের শেষের অক্ষর ‘হামজা’ অক্ষরটা নেই। তার একটু নিচে একটা কালো ফোটা। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MILON ১৫ আগস্ট, ২০১৯, ১২:২৭ এএম says : 0
GREAT INVENTION.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন