শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বৈশাখী টিভিতে জাতীয় শোক দিবসের আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

জাতীয় শোক দিবসে বৈশাখী টেলিভিশনে রয়েছে ব্যতিক্রমী আয়োজন। সকাল ১০.১৫ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুর ওপর তথ্যবহুল আলোচনা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিমুল মুস্তাফার উপস্থাপনায় আলোচনায় অংশ নিয়েছেন কবি নির্মলেন্দু গুণ ও কবি কাইয়ুম নিজামী। সপরিবারে বঙ্গবন্ধু হত্যা এবং তার ওপর রচিত সব সাহিত্য নিয়েই মূলত: এ অনুষ্ঠান। ৪০ মিনিট ব্যাপী এ অনুষ্ঠানের পরতে পরতে রয়েছে দুঃখ- কষ্ট জাগানিয়া এক অন্যরকম অভিব্যক্তি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাসেল। বিকাল ৫.৪৫ মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘রক্তে ভেজা ১৫ আগস্ট’। এটি মূলত স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। এটি সাজানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানকে সপরিবারে শহীদ হওয়ার পরবর্তী প্রেক্ষাপ কে ঘিরে। বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকেরা তার মরদেহ গোপালগঞ্জ টুঙ্গীপাড়া নিয়ে যায়। খুব দ্রæত কিভাবে তাকে দাফন করা হয় এবং সে দাফনে কারা অংশ নিয়েছেন মূলত: সে সব কথাই বিবৃত হয়েছে এ অনুষ্ঠানে। বঙ্গবন্ধুর দাফনে অংশ নেয়া অনেকেই এখনো বেঁচে আছেন। তাদের জবানীতেই ওঠে এসেছে সেই ভয়াল দিনের কথা। বঙ্গবন্ধুকে নিয়ে আরো স্মৃতিচারণ করেছেন জাতীয় সংসদ সদস্য অভিনেতা ফারক, অধ্যাপক মুনতাসীর মামুন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন