শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাতিসংঘ সদর দফতরে প্রথমবারের মত শোক দিবস পালন হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১১:২৫ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরের ভেতর প্রথমবারের মত জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা।

এই কর্মকর্তা জানান, নিউইয়র্কে বাংলাদেশ মিশনের চেষ্টায় এই প্রথম জাতিসংঘ সদর দপ্তরের ভেতর জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রবাসী বাঙালি বিশিষ্টজনেরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

এছাড়া একইদিন সন্ধ্যা ৮টায় নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট ভবনের মিলনায়তনে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন