বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তেহরানের বাংলাদেশ দূতাবাস পালন করছে জাতীয় শোক দিবস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ৪:১৮ পিএম

তেহরানের বাংলাদেশ দূতাবাস আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক অনুষ্ঠানের প্রথম পর্ব পালন করেছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধ নমিত করেন। পতাকা অর্ধনমিত করার পর এক মিনিট নীরবতা পালন হয়। রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত আলোচনার পর বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের দূতাবাসের কর্মকর্তা এবং কর্মীরা ছাড়াও তেহরান প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় সন্ধ্যায় শোক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হবে। এ পর্বে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাণী পাঠ, আলোচনা এবং বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। সূত্র: পার্স টুডে

পতাকা উত্তোলন এবং অর্ধনমিত করছেন রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন