শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২২৬ যাত্রী নিয়ে রুশ উড়োজাহাজের ক্র্যাশ ল্যান্ডিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ৫:০৭ পিএম

মস্কো বিমানবন্দরের পাশে একটি ফসলের মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করেছে রাশিয়ার উরাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ।

রুশ বার্তা সংস্থা টিএএসএস জানায়, আজ (১৫ আগস্ট) ২৬৬ যাত্রী ও সাতজন ক্রু নিয়ে উরাল এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২১ মস্কোর ঝুকোভস্কি বিমানবন্দর থেকে ক্রিমিয়া উপদ্বীপের একটি শহর সিমফেরোপল যাচ্ছিলো।

ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, এয়ারবাসটি আকাশে উঠার খানিক পর এক ঝাঁক বকের সঙ্গে ধাক্কা খায়।
সেসময় কয়েকটি বক উড়োজাহাজের ইঞ্জিনে ঢুকে যাওয়ায়- এটিকে জরুরি অবতরণ করতে হয়। উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে পড়ে বলেও জানায় সংবাদ সংস্থাটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন