সঙ্গীতশিল্পী হৃদয় খানের সাথে তাসনিম আনিকার ‘নোলক’ ছবির ‘জলে ভাসা ফুল’ শিরোনামের গানটি প্রকাশের পর দারুণ শ্রোতাপ্রিয় হয়। এবার পাওয়ার ভয়েজ থেকে আসা আনিকা ও তারেক তূর্য হাজির হয়েছেন নতুন একটি গান নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘অলির কথা শুনে বকুল হাসে’ শিরোনামের এ গানটি নতুন করে গেয়েছেন আনিকা ও তূর্য। এ প্রসঙ্গে তাসনিম আনিকা বলেন, এটা আমার প্রিয় একটি গান। বলতে গেলে এটি একটি ওল্ড লাভ সং। এটা আমাদের নিউ কাভার সং। ‘অলির কথা শুনে বকুল হাসে’ নতুন করে গেয়েছি আমি ও তুর্য। গানটি নতুন করে কম্পোজ করেছেন সানী কর্মকার। ভিডিওটির শূটিং হয়েছে কলকাতায়। গানটি তাসনিম আনিকার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। তূর্য বলেন, দারুণ লেগেছে কাজটি করে। একটা নতুনত্ব আছে। আশা করি, শ্রোতারা এটি গ্রহণ করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন