মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না : পাক সেনাপ্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরিদের পাশে ছিল। কাশ্মীর নিয়ে কখনও কোনো সমঝোতা হতে পারে না। বুধবার পাকিস্তান ঘোষিত কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে দেশটির আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের এক বিবৃতিতে সেনাপ্রধান এ মন্তব্য করেন। খবর জিয়ো নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর। কামার বাজওয়া বলেন, ১৯৪৭ সালের একটি কাগজের লেখাতে কাশ্মীরের অবস্থানকে বদলানো যাবে না। কাশ্মীরকে এখন বা ভবিষ্যতে কেউ পদানত করতে পারবে না। কাশ্মীরি জনগণের প্রতি সংহতি জানিয়ে পাক সেনাপ্রধান বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরিদের পাশে ছিল। ভারতের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা কাশ্মীরি জনগণকে সর্বাত্মক সহযোগিতা করব। কাশ্মীর বিষয়ে কোনো সমঝোতার সুযোগ নেই জানিয়ে জেনারেল কামার বাজওয়া আরও বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আমরা কাশ্মীরিদের পাশে সীসাঢালা প্রাচীরের ন্যায় দাঁড়াবো। এ জন্য আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। কাশ্মীর বিষয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না। অপরদিকে, জম্মু-কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলসহ উপত্যকায় সেনা বাড়ানো এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, কাশ্মীর নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের পর উদ্ভূত পরিস্থিতি অবগত করতে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন মাহমুদ কোরেশি। এ সময় কাশ্মীরের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে সের্গেই ল্যাভরভকে বিস্তারিত জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কাশ্মীরের সা¤প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে মাহমুদ কোরেশি বলেন, কাশ্মীর বিষয়ে ভারতের পদক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন সিদ্ধান্ত উপমহাদেশের শান্তি-শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। তাছাড়া ভারতের এমন একতরফা সিদ্ধান্তের ফলে এ অঞ্চলে নিরাপত্তা ও শান্তি বিঘিœত হবে। রাশিয়া কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চায় রাশিয়া। ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উপমহাদেশের শান্তি-শৃঙ্খলার রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জিয়ো নিউজ,এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন