বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের স্বাধীনতা দিবস, পাকিস্তানে কালো দিবস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

৭৩তম স্বাধীনতা দিবস সারা ভারতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কিন্তু জম্মু-কাশ্মীরে বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এর প্রতিবাদে পুরো পাকিস্তান ও নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এ দিবসটিকে কালোদিবস হিসেবে পালন করছে পাকিস্তান। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। ভারতের স্বাধীনতা দিবসকে পাকিস্তানে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয় জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে। গত সপ্তাহে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করার পর এই কমিটির বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান। আজাদ জম্মু-কাশ্মীর সরকারের এক মুখপাত্র বলেছেন, আজকের দিনে নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে কাশ্মীরের শহর ও সব শহরে ভারত বিরোধী র‌্যালি হবে। এটিই দিনের বড় কর্মসূচি। মিরপুরে একটি র‌্যালি বের হবে জেলা কোর্ট চত্বর থেকে। তা শহরের বড় বড় সড়ক প্রদক্ষিণ করবে। জনগণকে ঘর ছেড়ে বেরিয়ে এসে লাহোরের র‌্যালিতে অংশ নিতে আহŸান জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। তিনি তাদেরকে বলেছেন, দেখিয়ে দিন পাকিস্তান ও কাশ্মীরের মানুষ অবিচ্ছেদ্য। ডন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন