বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন শীতল যুদ্ধের সূচনা করবে : উত্তর কোরিয়া

দ.কোরিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন বেপরোয়া আচরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

দক্ষিণ কোরিয়ায় মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের ফলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে নতুন শীতল যুদ্ধের সূচনা করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ বুধবার তার সম্পাদিকীয় কলামে এ হুঁশিয়ারি দিয়েছে। সেখানে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ভূখÐে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে তা চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরো বেপরোয়া করে তুলবে। কেসিএনএ সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়া কেবল তার নিজের ধ্বংসের পথ প্রশস্ত করবে। এছাড়া দক্ষিণ কোরিয়া এরইমধ্যে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েন করার জন্য ওই নিবন্ধে সিউলের কড়া সমালোচনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিল করার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সম্ভাব্য পরিকল্পনার কথা জানান। আইএনএফ চুক্তির আওতায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৫০০ কিলোমিটার থেকে ৫,০০০ কিলোমিটার পাল্লার সব ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়। পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন