শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

 

দেশের রাজনীতিক সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আজ শনিবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যথারীতি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ১৭ আগস্ট বিকেল ৫টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমটির বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ, নারী নির্যাতনের বিরুদ্ধে কর্মসূচি, বন্যা, ডেঙ্গু, ঈদ, কোরবানিতে পশুর চামড়ার দরপতন, ছাত্রদলের কাউন্সিল, সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। কারণ গতকালও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে না পারা দুর্ভাগ্য।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন