বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

যমুনায় নিখোঁজ দুই সহোদর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাকুরিয়ায় যমুনার চরে আনন্দ করতে গিয়ে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে দুই সহোদর নিখোঁজ হয়েছে। দুই সহোদরের বাবা আতিকুর রহমানের চোখের সামনে এ ঘটনা ঘটে। দুই ছেলের নদীতে হারিয়ে যাওয়ায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

গতকাল বেলা পৌঁনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়া হয়েছে। তারা এলে নিখোঁজ দুই ভাইকে খোঁজা হবে। নিখোঁজ ওমর আলী (১৬) উপশহর শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্র ও জাহিদ হাসান (১৩) একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাদের বাড়ি বগুড়া শহরের আটাপাড়া ওয়াপদা এলাকায়। তাদের বাবা আতিকুর রহমান একজন হোমিও চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী শহরের আটাপাড়া এলাকার মাসুম বিল্লাহ জানান, গতকাল সকালে তারা ১১ জন আনন্দ ভ্রমণে সারিয়াকান্দি উপজেলায় যান। অটোরিকশা থেকে নেমে যমুনা নদীর কালিতলা ঘাট থেকে নৌকায় পাকুরিয়া চরের দিকে রওনা হন। বেলা পৌনে ১২টার দিকে নৌকা পাকুরিয়া চরে ভিড়ে। এ সময় তারা সবাই নৌকা থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের সঙ্গে ভ্রমণে আসা আতিকুর রহমানের দুই ছেলে ওমর ও জাহিদ আগেই বল নিয়ে নেমে খেলতে শুরু করে। বল নদীতে পড়লে সেটি আনতে দুই ভাই পানিতে নামে। এ সময় তারা দু’জন প্রবল স্রোতে ডুবে গিয়ে নিখোঁজ হয়।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, বেলা ১২টা ৪৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রায় তিন ঘণ্টা নদীতে খুঁজে দুই ভাইয়ের সন্ধান পাননি। বগুড়ায় ডুবুরি না থাকায় রাজশাহী ফায়ার স্টেশনে খবর দেয়া হয়েছে। সেখান থেকে বিকেল ৩টা ২০ মিনিটে ডুবুরি দল বগুড়ার দিকে রওনা হয়েছেন। তারা বেলা থাকতে পৌঁছালে নদীতে নেমে নিখোঁজ দুই ভাইকে খোঁজ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন