শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক নাটক ভদ্রপাড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

২০ আগস্ট থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভদ্রপাড়া’। বৃন্দাবন দাস-এর রচনা ও সকাল আহমেদ-এর পরিচালনায় নাটকটি প্রচার হবে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, অর্ষা, শাহনাজ খুশি, আরফান আহমেদ, প্রাণ রায়, জয়রাজ, লূৎফর রহমান জর্জ প্রমুখ। উত্তরবঙ্গের প্রতন্ত একটি গ্রামের নাম ভদ্রপাড়া। এ গ্রামের নাম ভদ্রপাড়া কেন হয়েছিল সে ইতিহাস কেউ না জানলেও গ্রামবাসী প্রায় সবাই মনে করে তারা অন্য গ্রামের মানুষের চাইতে ভদ্র সভ্য সে কারণে অথবা তাদের পূর্ব পুরুষেরা স্বজ্জন ও ভদ্র ছিল বিধায় গ্রামের এমন নামকরণ হয়েছে। আপাতঃ দৃষ্টিতে যাদের খুবই সজ্জন সম্মানিত মানুষ হিসেবে গ্রামের মানুষ দেখে আসছে তাদের ভদ্র মানুষের আড়ালে রয়ে গেছে কুৎসিত চেহারা এমনকি ভয়ংকর রূপও। এমন সব চরিত্রদের আনন্দ হাসি কান্নার ঘটনাকে উপজীব্য করেই ভদ্রপাড়ার কাহিনী এগিয়ে যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন