বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুস্তাফিজ শফির কথায় রাজিবের নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

একদিন বৃষ্টির শহরে/ হাঁটবো দুজন হাত ধরে/ একদিন জানালা ফুঁড়ে/ মেঘের দুপুরে, উড়বো শঙ্খচিল... এমনই কথার গানটি লিখেছেন কবি ও কথাসাহিত্যিক মুস্তাফিজ শফি। একদিন বৃষ্টির শহরে শিরোনামের এই গানটি গেয়েছে রাজিব। সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন মার্সেল। স¤প্রতি গানটির অডিও ভিডিও প্রকাশনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি সঙ্গীত ভুবনে গীতিকবি হিসেবে পা রাখা প্রসঙ্গে সমকালের ভারপ্রাপ্ত স¤পাদক মুস্তাফিজ শফি বলেন, আমার কবিতায় সুরারোপ করে এর আগেও অনানুষ্ঠানিকভাবে অনেকে গেয়েছেন। তবে একটি গান নিয়ে এরকম আয়োজন এটাই প্রথম। বৃষ্টি নিয়ে প্রতিটা মানুষের মনের ভেতরেই কিছু কল্পনা আছে। এই গানের কল্পনার সঙ্গে অনেকের কল্পনা মিলে যাবে এটা বলাই যায়। আশা করি গানটি সবার ভালো লাগবে। রাজিব বলেন, অনেকদিন পর এমন একটি গানে কণ্ঠ দিলাম, যার কথা ও সুরে শ্রোতা বৈচিত্র খুঁজে পাবেন। গানের কথায় মিশে আছে এমন কিছু দৃশ্য যা বাস্তব করে তোলার ইচ্ছা অনেকের মনের মধ্যে থাকে। এ ধরনের গীতিকথার সঙ্গে যে মেলেডি থাকা উচিত ঠিক সেটাই তুলে ধরেছেন সুরকার লুৎফর হাসান ও সঙ্গীতায়োজক মার্শাল। আমার বিশ্বাস, এই গানে শ্রোতা নতুন এক রাজিবকে আবিস্কার করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন