শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তৈয়্যব শাহ ছিলেন সুন্নীয়তের দিশারী

ওরস মাহফিলে বক্তারা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার জুুলুস ময়দানে গতকাল (শনিবার) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহর (রহ.) ২৭তম ওফাত দিবস উপলক্ষে সালানা ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন, আল্লামা তৈয়্যব শাহ ছিলেন সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার কান্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জল নক্ষত্র ও সুন্নীয়তের দিশারী।
জামেয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত মাহফিলে অতিথি ছিলেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) শরীয়ত-তরিক্বত অনুসরণের মাধ্যমে অগণিত পথহারা মুললমানকে মুক্তির পথ দেখিয়েছেন।


মাহফিলে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, মাওলানা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজভী, মাদরাসা-এ তৈয়্যবিয়ার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী, সোবহানীয়া আলীয়ার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, আল-আমিন বারিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল নোমানীসহ আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন বিভিন্ন মাদরাসার ওলামায়ে কেরাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন