বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অবসর নিতে সময় চাইলেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১১:৫৮ পিএম

আসছে সেপ্টেম্বরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বর্ণাঢ্য বিদায় জানানোর চিন্তা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফি চাইলে জিম্বাবুয়ের বিপক্ষে তার জন্য বিদায়ী ওয়ানডে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান জানালেন তাতে সায় দেননি মাশরাফি। গতকাল নতুন কোচের নাম ঘোষণার দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন মাশরাফি। তবে বিসিবি প্রধান জানালেন সেখানে অবসর নিয়ে নতুন কোন পরিকল্পনায় আসতে পারেননি তারা।

বোর্ড প্রধান জানালেন তার অবসর ভাবনা জানতে আর নতুন কোচের কথা জানাতে ডাকা হয়েছিল মাশরাফিকে, ‘মাশরাফি এসেছিল দুই কারণে। সাকিবের সঙ্গে আমাদের পরশু দিনের আগের দিন কথা হয়েছে, আমার সঙ্গে ও বসেছিল। ওর সঙ্গে আমি কোচ নিয়ে আলাপ করেছি। যেহেতু সে একজন অধিনায়ক। মাশরাফিও একজন অধিনায়ক তাকেও তাই জানানো হলো।’

বিসিবি প্রধান জানালেন অবসর কবে নিতে চান তা জানাতে আরও মাস দুয়েক সময় চেয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক, ‘আরেকটা জিনিস ছিল একটা ওয়ানডে জিম্বাবুয়ের (বিদায়ী ওয়ানডে) সঙ্গে করব কিনা। সেই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। ও মনে করে যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবে না। যেহেতু আগামী মার্চের আগে আমাদের কোন ওডিআই নেই। সেজন্য এক্ষুনি না হলে তার জন্য সুবিধা হয়। দুইমাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারে যে ওর পরিকল্পনা কি। আমরা বলেছি ঠিক আছে।’

পরে আরেক প্রশ্নের জবাবে খেলোয়াড়দের অবসর নেওয়ার সঠিক সময় বেছে নেওয়ার আহবান জানালেন নাজমুল, ‘এখানটায় আমি আপনাদের বলি। এই জিনিস (সুন্দর বিদায়) কেবল বোর্ড দিয়ে হবে না। খেলোয়াড়েরও নিজের মাথায় চিন্তা আসতে হয়। খেলোয়াড় যদি ওইরকম চিন্তা না করে তাহলে তো লাভ হলো না। ধরেন একটা খেলোয়াড় চিন্তা করল আমি যাব না, আমারে বাদ দিয়ে দিক। তাহলে তো লাভ হলো না। আমরা তো এটা চাই না। আমাদের দেশের খেলোয়াড়দেরও জানতে হবে। কাজেই আমাদের কাজ হলো জানানো যে আমরা ভালভাবে, সুন্দরভাবে করতে চাই। সিদ্ধান্ত তার (সংশ্লিষ্ট খেলোয়াড়) কাছে। সে যদি সিদ্ধান্ত নিতে পারে নিবে, না হলে বোর্ড বোর্ডের সিদ্ধান্ত নিবে। কিন্তু আমরা তাদের সুযোগ দিব সব সময়।’

ক্যারিয়ারের অন্তিমে পৌঁছে যাওয়ায় কয়েকমাস থেকেই অবসর নিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। তবে মাশরাফি এই ব্যাপারে কখনই স্পষ্ট করে কিছু বলেননি। বিশ্বকাপের পরই শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু চোটের কারণে যেতে পারেননি। চলতি বছরে আর ওয়ানডে না থাকায় এই বছর যে মাশরাফি অবসর নিচ্ছেন না তা অনেকটাই পরিষ্কার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন