মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিহত দুই বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

কলকাতায় সড়ক দুর্ঘটনা

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম | আপডেট : ১২:০৫ এএম, ১৯ আগস্ট, ২০১৯

পশ্চিমবঙ্গের কলকাতা শহরে সড়ক দূর্ঘটনায় নিহত গ্রামীন ফোন কর্মকর্তা মইনুল আলম ও তার চাচাতো বোন ব্যাংক কর্মকর্তা ফারহানা ইসলাম তানিয়ার লাশ রোববার সকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। কলকাতায় তাদের সাথে থাকা আহত ফুপাতো ভাই কাজী শফিউর রহমান চৌধুরী জানান, ১৪ আগস্ট ডাক্তার দেখাতে তারা ভারতে যায় । কলকাতা শহরের বাইপাস সড়কের পাশে একটি বেসরকারি হাসপাতালে চোখ দেখিয়ে ১৬ আগষ্ট রাতের খাওয়া শেষে তারা সেক্সপিয়ার স্মরনীর চৌরাস্তা মোড়ে পুলিশ বক্সের পাশে দাঁড়িয়েছিলেন।
দুর্ঘটনার বিষয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে একটি জাগুয়ার জীপ তীব্র গতিতে শেক্সপিয়র সরণি ধরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে কালিমন্দিরের দিকে যাচ্ছিল। লাউডন স্ট্রিটের কাছে সেটি একটি মার্সিডিজকে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশে ট্রাফিক পুলিশের একটি পোস্টের কাছে দাঁড়িয়ে থাকা মইনুল আলম ও ফারহানা ইসলাম তানিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। ঘটনার সময় একটু দুরে থাকায় প্রানে বেঁচে যান জিহাদ। ভারতের সকল আনুষ্ঠানিকতাশেষে রোববার সকালে লাশ দুটি বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসে পৌছায়।
নিহত ফারজানা ইসলাম তানিয়া কুষ্টিয়ার খোকসা উপজেলার চান্দুর গ্রামের মুন্সি আমিনুল ইসলামের মেয়ে। তিনি বাবা মায়ের দুই মেয়ের মধ্যে বড় ছিলেন। তার লাশ গ্রহণ করেন চাচাতো ভাই আবু ওবায়দা শাফিন। ফারজানা ইসলাম তানিয়া সিটি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে রাজধানীর ধানমÐি শাখায় কর্মরত ছিলেন।
অপরদিকে মাঈনুল আলম ঝিনাইদহের বুটিয়াঘাটি গ্রামের কাজী খলিলুর রহমানের ছেলে। তিনি গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার লাশ গ্রহণ করেন চাচাতো ভাই জিহাদ আলী।
শফিউল্লাহ জানান, কপালের জোরে তিনি বেঁচে গেছেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এমন ঘটনার জন্য তিনি ভারত সরকারের কাছে বিচার দাবি করেন।
দুর্ঘটনার জন্য কলকাতার নামি রেস্তোরাঁ আরসালান-এর মালিকের ছেলে পারভেজ আরসালানকে গতরাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। দুর্ঘটনার সময় তিনিই চালকের আসনে ছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী আরসালান পারভেজ লন্ডনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কয়েকদিনের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার বিরুদ্ধে ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’র একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া, বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Mohammed Kowaj Ali khan ১৯ আগস্ট, ২০১৯, ৪:৩৪ এএম says : 0
ওই মোসলমান বড় মূর্খ যে চক্ষু দেখাইতে ডাক্তারে যায়। ওদের জানা নাই। ইসলাম সকল চিকিৎসার মূল। ইনশাআল্লাহ।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ১৯ আগস্ট, ২০১৯, ৪:৩৪ এএম says : 0
ওই মোসলমান বড় মূর্খ যে চক্ষু দেখাইতে ডাক্তারে যায়। ওদের জানা নাই। ইসলাম সকল চিকিৎসার মূল। ইনশাআল্লাহ।
Total Reply(0)
ঝড়া পাতা ১৯ আগস্ট, ২০১৯, ৪:৩৪ এএম says : 0
হে আল্লাহ্‌, এদের মাফ করে দাও
Total Reply(0)
ময়ূরাক্ষী চৌধুরী ১৯ আগস্ট, ২০১৯, ৪:৩৫ এএম says : 0
আরসালান রেস্টুরেন্টের মালিক পুত্র আরসালান পারভেজের গাড়ীর বেপরোয়া গতির বলি হয়েছেন তারা।
Total Reply(0)
MD Saiful Islam ১৯ আগস্ট, ২০১৯, ৪:৩৭ এএম says : 0
বান্ধবী মানে পরকীয়া, চিকিৎসার নামে অন্যদেশে, যাক পরকালে ভালো থাকবেন দোয়াকরি।
Total Reply(0)
Hasna Hena ১৯ আগস্ট, ২০১৯, ৪:৩৮ এএম says : 0
বাংলাদেশে ভাল আই হসপিটাল আছে ।আমি ও আমার স্বামী ওখানেই চোখ অপারেশন করেছি । দুই জনের চোখ ভাল আছে ইনশাআল্লাহ ।
Total Reply(0)
নাহিয়ান ১৯ আগস্ট, ২০১৯, ৪:৩৮ এএম says : 0
যেই দেশের সরকার তার দেশের চিকিৎসার উপর ভরসা নেই,সরকারি লোকেরা যায় অন্য দেশে, সেই দেশে কি করে মানুষ ভালো চিকিৎসার ভরসা পাবে???
Total Reply(0)
Uddin Taher ১৯ আগস্ট, ২০১৯, ৪:৩৯ এএম says : 0
বাংলাদেশের চিকিৎসা সেবার মান , ভালো না তাই ওরা দেশের বাইরে চলে গেল,আমিন
Total Reply(0)
রিদওয়ান বিবেক ১৯ আগস্ট, ২০১৯, ৪:৪০ এএম says : 0
খুবই মর্মান্তিক ঘটনা। আল্লাহ তাদের ক্ষশা করুক।
Total Reply(0)
সোয়েব আহমেদ ১৯ আগস্ট, ২০১৯, ৪:৪১ এএম says : 0
শোক সন্তপ্ত পরিাবরের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের িএভাবে ইন্ডিয়ামুখী হওয়া ঠিক না। ভারত যাওয়া বন্ধ করতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন