মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এক সপ্তাহে কক্সবাজার সৈকতে ভেসে গিয়ে প্রাণ হারানো ৪ ছাত্র

সাগরে গোসল করা এড়িয়ে চলার পরামর্শ

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ১১:২১ এএম | আপডেট : ১১:৩০ এএম, ১৯ আগস্ট, ২০১৯

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে আরো এক জন ছাত্র। এনিয়ে গত এক সপ্তাহে সপ্তাহে মোট ৪ জন ছাত্র সমুদ্র সৈকতে ভেসে গিয়ে প্রাণ হারালো।

সর্বশেষ প্রাণ হারানো ছাত্র রবিউল হাসান (১০) শহরের কলাতলীর শামসুল আলমের পুত্র ও কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। রবিউল হাসান কক্সবাজার সমুদ্র সৈকতের জেলে পাড়া পয়েন্টে দুপুর ১২ টার দিকে গোসল করতে নামলে সমুদ্রের স্রোতের ঠানে গভীর সমুদ্রে ভেসে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করেও রবিউল হাসানকে পাওয়া যায়নি।

রবিবার (১৮ আগস্ট) বিকেল ৫ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা।

এর আগে সৈকতের লাবনী পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র এবং টেকনাফ পয়েন্টে মাদরাসার এক ছাত্র গোসল করতে সাগরে নেমে প্রাণ হারায়।

এদিকে এই অনাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সাগরে নেমে গোসল করা এড়িয়ে চলতে পর্যটকদের পরামর্শ দিয়েছেন টুরিস্ট পুলিশের এডিশনাল এসপি ফখরুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন