শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

খুলে গেলো কেএফসি-এর ১৯তম আউটলেটের দরজা

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

কেএফসি, আন্তর্জাতিক মহলে, ফ্রাইড চিকেনের বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে প্রখ্যাত একটি ব্র্যান্ড। ১২৩টি দেশে, “ইয়াম” দ্বারা পরিচালিত, কেএফসি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তর চেইন রেস্টুরেন্ট। বাংলাদেশে কেএফসি ট্রান্সকম ফুডস্ লিমিটেড (টিএফএল) দ্বারা চালিত। ২০০৬ সালে, টিএফএল, বাংলাদেশে কেএফসি-এর প্রথম আউটলেট উদ্বোধন করে গুলশান ১ এলাকায়। বাংলাদেশে যাত্রা শুরু করার পর থেকেই, কেএফসি, ক্রেতাদের জন্য ক্রমাগত উন্নত মানের খাদ্য পরিবেশন ও সেবা প্রদান করে আসছে। মেনু এবং অফারের ক্ষেত্রে প্রতিনিয়ত বৈচিত্র ও পরিবর্তন ব্র্যান্ডটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে ক্রেতারা প্রতিনিয়ত কেএফসি-তে আনন্দের সঙ্গে ফিরে আসেন। ব্র্যান্ডটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কেএফসি বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৮টি আউটলেট স্থাপন করে। সম্প্রতি মিরপুর ২ এলাকায়, সোনি সিনেমা হল প্রাঙ্গনে, কেএফসি তাদের ১৯তম আউটলেটের দরজা খুলে দেয়। আউটলেটটি উদ্বোধন করেন ট্রান্সকম ফুড লিমিটেড-এর মূখ্য কর্মকর্তারা। স্বনামধন্য অভিনেত্রী বন্যা মির্জা, টেলিভিশন ব্যক্তিত্ব শার্মিন লাকি ও জনপ্রিয় গায়ক, তপু উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন