বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

মোমেনের সাথে বৈঠক আজ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন। গতকাল সোমবার রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

সূত্র জানায়, ঢাকা সফরকালে আজ বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সূত্র জানায়, আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। জয়শঙ্করের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জয়শঙ্করের ঢাকা সফর হবে শুভেচ্ছা সফর। ইতোমধ্যেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির বিদেশমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। জয়শঙ্করকে ঢাকায় আসার জন্য গত মাসে দিল্লিতে তার অফিসে আমন্ত্রণপত্র পৌঁছে দেন সেখানের বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। সফর শেষে আগামীকাল বুধবার জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন