শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রোহিঙ্গা নির্যাতন তদন্তে ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ এখন কক্সবাজারে

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ৬:৩৩ পিএম

মিয়ানমারের আরাকানে (রাখাইনে) রোহিঙ্গাদের ওপর করা নির্যাতনের সরেজমিন সাক্ষ্য নিতে কক্সবাজারে পৌঁছেছে দেশটির একটি তদন্ত দল।
রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য গঠিত ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ বাংলাদেশে ৪ দিনের সফরে আসা দলটি এখন কক্সবাজারে।

সোমবার বেলা ১১টার দিকে দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁঁছাঁন। তারা সেখান থেকে সরাসরি উখিয়ার হোটেল রয়েল টিউলিপে বিশ্রাম যান।
দুপুর ১টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে বৈঠকে বসেছেন। এরপর তারা ইউএনএইচসিআরের প্রতিনিধির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ফিলিপাইনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রোজারিও মানালো। কমিশনের অন্য সদস্যরা হলেন মিয়ানমারের সাংবিধানিক ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান মিয়া থেইন, জাতিসংঘে জাপানের সাবেক স্থায়ী প্রতিনিধি কেনজো ওশিমা এবং ইউনিসেফের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. অন তুন থেট।

তারা মঙ্গলবার সকালে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন বলে জানাগেছে।

উল্লেখ্য, রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করেছে মিয়ানমার। ওই কমিশনের একটি প্রতিনিধিদল চারদিনের সফরে গত শনিবার বাংলাদেশে আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন