বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিল্লীতে ৪৪৩ শিক্ষার্থীর আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যবর্তী সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লীতে ১৮ বছরের কম বয়সী চার শতাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সুপ্রিম কোর্টে দায়ের করা এক পিটিশানে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে ওই আবেদনটি দায়ের করেন আইনজীবী গৌরব কুমার বানসাল, যিনি সারা দেশে আরও উন্নত মানসিক স্বাস্থ্যসেবার সুবিধা চালুর দাবি জানান।

বানসালের আবেদনে বলা হয়েছে যে, গত পাঁচ বছরে দিল্লীতে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা হলো ৪৪৩। দিল্লী পুলিশের কাছ থেকে এই তথ্য মিলেছে। এতে বলা হয়েছে, এই সব আত্মহত্যার কারণ সুনির্দিষ্টভাবে বলা হয়নি কারণ পুলিশ এগুলো নিয়ে তদন্ত করছে। বানসাল বলেন, “যে কারণে আমি এই আবেদনটি দায়ের করেছি, সেটা হলো এই বিষয়টি সরকারের গোচরে আনা যে তরুণদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেড়ে গেছে। তাছাড়া এটাও নিশ্চিত করা দরকার যাতে তারা পরামর্শ, সতর্কতা কর্মস‚চি, কল সেন্টারসহ আরও ভালো মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ পায়”। তিনি আদালতের প্রতি অনুরোধ করেছেন যাতে সব রাজ্যের প্রতি আদালত আত্মরক্ষা কমিয়ে আনার জন্য পরিকল্পনা গ্রহণ, ডিজাইন করা, প্রকল্প গ্রহণ এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন