শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জনহিতকর কাজেও পুলিশ বাধা দিয়ে গ্রেফতার করছে

বিবৃতিতে রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ডেঙ্গু প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণমানুষের দল হিসেবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ডেঙ্গু সম্পর্কে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে যেখানে সরকার স¤পূর্ণ ব্যর্থ, সেখানে লিফলেট বিতরণের মতো একটি জনহিতকর কর্মসূচি পালনকালেও পুলিশ বাধা দিয়ে, গ্রেফতার করে এটিই প্রমাণ করছে যে, তাদের ব্যর্থতা জনগণের সামনে উন্মুক্ত হচ্ছে লিফলেট বিতরণের কারণে। গতকাল (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গত ১৮ আগস্ট ছাত্রদলের মেডিক্যাল কলেজের ছাত্রনেতৃবৃন্দের উদ্যোগে বিএসএমএমইউ ক্যাম্পস ও পাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের সময় মো. রুবেল নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে গতকাল জেলহাজতে পাঠিয়েছে। রুবেলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ব্যর্থতা ঢাকতেই তারা বিএনপির জনকল্যাণমুখী কাজেও বাধা দিচ্ছে। দেশের অর্থনীতি পঙ্গু, আইনশৃঙ্খলার চরম অবনতি; খুন, ধর্ষণ, বন্যা, ডেঙ্গু প্রতিরোধসহ সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে হামলা, মামলা, গ্রেফতারের মাধ্যমে সরকার টিকে থাকতে চায়। তিনি আটককৃত রুবেলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন