শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয় হয়েও গর্বিত নই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর অনেক আলোচনা-সমালোচনার পর এবার মুখ খুললেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সোমবার নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ কাশ্মীর নিয়ে ভারত সরকারের গৃহীত পদক্ষেপের অর্থাৎ ৩৭০ অনুচ্ছেদ বাতিলের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘ভারতীয় হিসাবে এই ঘটনায় আমি গর্বিত নই।’

অমর্ত্য সেন বলেন, ‘এটি যে শুধুমাত্র সমস্ত মানুষের অধিকার বজায় রাখার বিরোধিতা করেছে তা নয়, এই পদক্ষেপে সংখ্যাগরিষ্ঠের কথাও ভাবা হয়নি।’ ভারতের জনপ্রিয় গণমাধ্যম ‘এনডিটিভি’তে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি না যে গণতন্ত্র ছাড়া কোনও ভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব।’

কাশ্মীরে ভারত সরকারের পদক্ষেপের সমালোচনা ছাড়াও এই সিদ্ধান্তের ফলে সৃষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে ৮৫ বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, ‘গোটা বিশ্বে গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করেছে ভারত। তবে এখন আর আমি একজন ভারতীয় হিসাবে এই সত্য নিয়ে গর্বিত নই যে ভারতই গণতন্ত্রের পক্ষে প্রথম প্রাচ্যের দেশ ছিল। কেননা যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলেছি।’
ভারত সরকারে এই পদক্ষেপের কারণে ভারতের অন্যান্য রাজ্যের লোকেরা জম্মু ও কাশ্মীরে জমি কিনতে পারবে এই প্রসঙ্গে ড অমর্ত্য সেন বলেন, রাজ্যের জনগণের (জম্মু ও কাশ্মীর) কথা ভেবেও কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। এটি এমন একটি বিষয় যেখানে কাশ্মীরিদের বৈধ দৃষ্টিভঙ্গি রয়েছে কারণ এটি তাদের জমি।

গত ৫ আগস্ট কাশ্মীর বিষয়ক ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা এবং স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নিয়ে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর সঙ্গে কাশ্মীরে জরুরি অবস্থা জারি করে বহু সংখ্যক সেনা মোতায়েন করা হয়। এছাড়াও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয় এবং কাশ্মীরে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার বিষয়েও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন অমর্ত্য সেন।

তিনি বলেন, ‘জনগণের নেতাদের কণ্ঠস্বর না শুনে আপনারা ন্যায়বিচার করতে পারেন বলে আমি মনে করি না। যদি আপনি হাজার হাজার নেতাকে চুপ থাকতে বাধ্য করেন এবং তাদের অনেককে কারাগারে আটকে রাখেন তার অর্থ আপনি গণতন্ত্রের সেই বৈশিষ্ট্যকে দমন করছেন যা গণতন্ত্রকে সফল করে তোলে।’ সূত্র : এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Sekander Abdul Malek ২১ আগস্ট, ২০১৯, ৪:১৩ এএম says : 1
সঠিক কথা বলার জন্য হিম্মত দেখাতে হয়।উনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ দেই।অন্যায়ের বিরুদ্ধে কথা না বলাও গুনাহ।
Total Reply(0)
Kamal Chowdury ২১ আগস্ট, ২০১৯, ৪:১৬ এএম says : 1
কাশ্মীরের আসল পরিস্থিতি আড়াল করছে ভারত !কাশ্মিরের পক্ষে সমস্ত বিশ্বে আজ কাশ্মীরের মুসলমানদের নির্যাতনের জন্য নিন্দার ঝড় উঠছে ৷ নোবেল বিজয়ী অমত্য সেন,মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু,ওরা ভারতিয় তারপরেও ওরা কাশ্মীরের পক্ষ হয়ে কথা বলছেন, মোদির বিরুদ্ধাচরণ করেছেন তার জন্য সব মুসলিমরা কৃতজ্ঞ
Total Reply(0)
Biplob Hasan ২১ আগস্ট, ২০১৯, ৪:১৭ এএম says : 1
একজন সুস্থ মস্তিষ্কের মানুষ ভারতের নাগরিক হিসাবে গর্বিত হতে পারে না।
Total Reply(0)
Feroz Hassan ২১ আগস্ট, ২০১৯, ৪:১৮ এএম says : 1
ধন্যবাদ স্যার, আপনাকে ভালবাসি
Total Reply(0)
Md Mobarok Hossain Mobarok ২১ আগস্ট, ২০১৯, ৪:১৯ এএম says : 1
গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের যে সুনাম ছিল, মোদির কারনে, ভারতের নাগরিক পরিচয় দিতে অনেকেই লজ্জাবোধ করছেন,,,,,।।
Total Reply(0)
Younus Hasan ২১ আগস্ট, ২০১৯, ৪:২০ এএম says : 1
ধন্যবাদ স্যার, ভারতবর্ষ এখন ডাকাতদের দখলে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন