শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্কুল ফিডিংয়ের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে জমিয়াতুল মোদার্রেছীনের অভিনন্দন

ইবতেদায়ী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

প্রাথমিক স্তরে শিক্ষার হার বাড়ানো এবং ঝরে পড়া হ্রাসের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহের সিদ্ধান্ত নেয়ায় দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সর্ববৃহৎ ও একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, প্রাথমিক শিক্ষাকে তরান্বিত ও জোরদার করার লক্ষ্যে বিশেষ করে দেশে শিক্ষার হার বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বৃহৎ একটি অংশ মাদরাসায় অধ্যয়ন করছে। সেদিকে লক্ষ্য রেখে স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী (প্রাথমিক) মাদরাসাসমূহের শিক্ষার্থীদেরও এর অন্তর্ভুক্তকরণের জোর দাবি জানান। নেতৃবৃন্দ আরো বলেন, মাদরাসা শিক্ষা উন্নয়নে প্রধনমন্ত্রী ইতোমধ্যে যুগান্তকারী অনেক পদক্ষেপ গ্রহণ করে আলেমগণের আস্থা অর্জন করেছেন। তদ্রুপ শিক্ষার উন্নয়নে মাদরাসার প্রাথমিক স্তরের ইবতেদায়ী মাদরাসাসমূহের শিক্ষার্থীদের ফিডিং প্রকল্পসহ প্রাথমিকের ন্যায় অন্যান্য সকল সুবিধা প্রদান করলে জাতি কৃতজ্ঞতার সাথে তা মনে রাখবে বলে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন