মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘আগামী মঙ্গলবার কাশ্মীর ইস্যুতে বিক্ষোভ সমাবেশ’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, একটি গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমিয়ে বেহাল দশা করেছে। চামড়া শিল্পের বিপর্যয়ে দেশের মানুষ চরমভাবে হতাশ হয়েছে। এতিম ও গরীবদের হক নষ্ট করা হয়েছে।
চামড়া শিল্প ধ্বংসের সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে। গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকাস্থ কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন,মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা কোরবান আলী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মুহাম্মদ ফয়সাল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন প্রমুখ। সভায় কাশ্মীরে মুসলিম হত্যা বন্ধ ও তাদের স্বায়ত্তশাসন পুর্নবহালের দাবীতে আগামী ২৭ আগস্ট মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন