মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

১০০ কোটি ক্লাবে ‘মিশন মঙ্গল’, প্রশংসায় ধন্য ‘বাটলা হাউস’

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

গত বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে বলিউডে নির্মিত ‘মিশন মঙ্গল’ এবং ‘বাটলা হাউস’ চলচ্চিত্র দুটি মুক্তি পেয়েছে। দুটি ফিল্মই সমধর্মী। দুটিই বাস্তব ঘটনাভিত্তিক, দেশাত্মবোধক। দুটি চলচ্চিত্রই কমবেশি সাফল্য পেয়েছে । ‘মিশন মঙ্গল’আয়ে কিছুটা এগিয়ে আছে আর প্রশংসায় অনেকে ‘বাটলা হাউস’কে বেশি নম্বর দিয়েছে। মঙ্গল গ্রহের উদ্দেশে ভারতের উপগ্রহ মার্স অরবিটার উৎক্ষেপণের বাস্তব ঘটনা নিয়ে ড্রামা ফিল্ম ‘মিশন মঙ্গল’পরিচালনা করেছেন জগন শক্তি। এই ফিল্মে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষি সিনহা, কীর্তি কুলহারি, শরমন জোশি, নিত্য মেনন, এইচ. আর. দত্তাত্রেয়, দালিপ তাহিল, বিক্রম গোখালে এবং মোহাম্মদ জিশান আইয়ুব। বৃহস্পতিবার ফিল্মটি আয় করেছে ২৯.১৬ কোটি রুপি, শুক্রবারের আয় ১৭.২৮ কোটি রুপি। শনিবার ও রবিবারের ২৩.৫৮ কোটি রুপি এবং ২৭.৫৪ কোটি রুপি আয়ে সপ্তাহান্তর আয় ৯৭.৫৬ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ৮.৯১ কোটি রুপি (১০৭.৪৭ কোটি রুপি)। প্রশংসায় পাঁচে তিন তারকা। দিল্লির বাটলা হাউস এনকাউন্টার কেসের ঘটনা অবলম্বনে ‘বাটলা হাউস’পরিচালনা করেছেন ণিখিল আডবানি। ফিল্মটিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, ম্রুনাল ঠাকুর, রবি কিষণ, মনিষ চৌধারি নোরা ফতেহি এবং রাজেশ শর্মা। মুক্তি দিন বৃহস্পতিবার ফিল্মটি আয় করেছে ১৫.৫৫ কোটি রুপি। শুক্রবার ও শনিবারের আয় যথাক্রমে ৮.৮৪ কোটি রুপি এবং ১০.৯০ কোটি রুপি। রবিবারের ১২.৭০ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ৪৭.৯৯ কোটি রুপি। সোমবারের আয় ৫.০৫ কোটি রুপি। প্রশংসায় পাঁচে ফিল্মটি সর্বোচ্চ সাড়ে তিন তারকা পেয়েছে। এই শুক্রবার বলিউডের কোনও ফিল্ম মুক্তি পাচ্ছে না, তাতে ‘মিশন মঙ্গল’ সহজেই ২০০ কোটি রুপি আয় করতে পারবে আর ‘বাটলা হাউস’ও আগামী সপ্তাহে ১০০ কোটি ক্লাবের সদস্য হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মেনন খাঁ ২২ আগস্ট, ২০১৯, ৩:৪২ এএম says : 0
তোমার নিউজ পড়ে আমি ধন্য হলাম ওগো ধন্য হলাম!!! তুমি কিনা জাতির উপকার করলে।
Total Reply(0)
নাহিয়ান ২২ আগস্ট, ২০১৯, ৩:৪৩ এএম says : 0
ভারতের দেশপ্রেম, শক্তি সামর্থ শুধু সিনেমায় সীমাবদ্ধ, বাস্তবের সাথে ওর কিছুই মিল নেই।
Total Reply(0)
সাইফুল্লাহ ২২ আগস্ট, ২০১৯, ৩:৪৪ এএম says : 0
এই নিউজ জাতির কি উপকার করবে তাতো বুঝি না!!!!
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন