শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ মোশাররফ করিমের জন্মদিন

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

আজ অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন। পরিবার নিয়ে সময় কাটাতে আজই তিনি কানাডা রওনা হবেন। জন্মদিন নিয়ে অবশ্য মোশাররফ করিমের বাড়তি কোন উচ্ছ¡াস বা আগ্রহ নেই। মোশাররফ করিম বলেন, ‘পরিবারের সঙ্গে আলাদাভাবে নিরবিচ্ছিন্ন সময় কাটাতেই আসলে কানাডা যাওয়া। যাওয়ার দিনটিতে পড়ে গেছে আমার জন্মদিন। সেখানে ১০/১২ দিন নিজের মতো করে ঘুরে বেড়ানোর পর ঢাকায় এসে আবার কাজে ফিরবো। সত্যি বলতে কী জন্মদি নিয়ে আমার নিজের মধ্যে কোন আবেগ কাজ করে না। তবে সবাই দিনটিকে ঘিরে আনন্দ করে, যার যার মতো শুভেচ্ছা জানান, দোয়া করেন। এটা নিজের ভেতরে ভালো লাগার জন্ম দেয়। আমি নিজেও দোয়া চাই আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, আমার পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর দর্শককে যেন আরো ভালো ভালো গল্পের নাটক উপহার দিতে পারি।’ বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে মোশাররফ করিমকে জন্মদিনের শুভেচ্ছা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন