শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আতাউর রহমান প্রধান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

মো. আতাউর রহমান প্রধানকে ৩ বছরের জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত মঙ্গলবারের পত্র নং-৫৩.০০.০০০০.৩১২.১১.০০২.১৯.১৫০ এর মাধ্যমে ৩ বছরের জন্য চুক্তিতে মো. আতাউর রহমান প্রধানকে নিয়োগ প্রদান করা হয়। গত ৩ বছর তিনি সাফল্যের সাথে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইতোপূর্বে প্রবাসী কল্যাণ ব্যাংক ও সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। মো. আতাউর রহমান প্রধান ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিন্যানসিয়াল এনালিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথেও সম্পৃক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় ¯œাতক (সম্মান) ও ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন করেন। আতাউর রহমান প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি লালমনিরহাটের পাটগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Razia Tahir & sons Ltd ৩ সেপ্টেম্বর, ২০২০, ২:৫৯ পিএম says : 0
এই নামে এক্ন্টাড খোলার জন্য সহযোগিতা কামনা করচিলাম
Total Reply(0)
Imran Khan ৩ জানুয়ারি, ২০২২, ৫:৫৭ পিএম says : 0
উনার ব্যক্তিগত ইমেইল আছে?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন